শীর্ষ খবর

করোনাভাইরাস: সর্বোচ্চ সতর্কতায় বেনাপোল

চীনে করোনাভাইরাস সংক্রমণ মহামারী আকার ধারণ করায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে আজ বিকেল থেকে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে স্বাস্থ্য বিভাগ।
Benapole-2.jpg
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে আগত যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে। ছবি: স্টার

চীনে করোনাভাইরাস সংক্রমণ মহামারী আকার ধারণ করায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে আজ বিকেল থেকে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে স্বাস্থ্য বিভাগ।

ভারত হয়ে যে সকল বিদেশি পর্যটক বাংলাদেশ প্রবেশ করছেন, অত্যন্ত সতর্কতার সঙ্গে তাদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে শুধু দেশি-বিদেশি যাত্রীদের পরীক্ষা করা হলেও, গতকাল বিকেলে থেকে ভারত বা মহারাষ্ট্র থেকে আসা সকল ট্রাকচালক ও সহকারীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে।

বেনাপোল চেকপোস্টে থার্মাল স্ক্যানার মেশিনটি সচল থাকলেও, এর মনিটর অচল থাকায় থার্মো ডিটেকটর দিয়ে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য এখানে চারটি মেডিকেল টিম কাজ করছে। কোন যাত্রীর ঠাণ্ডা কাশি বা গায়ে তাপমাত্রা বেশি আছে কী না তা পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত কোন যাত্রীর শরীরে করোনাভাইরাস সংক্রমণের কোন লক্ষণ পাওয়া যায়নি।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৭ থেকে ৮ হাজার দেশি-বিদেশি পাসপোর্টধারী যাত্রী ভারতে যাতায়াত করেন। করোনাভাইরাসের জীবাণু যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য গত ১৮ জানুয়ারি হতে বিভিন্ন দেশ থেকে আসা সন্দেহজনক পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে জানান বেনাপোল চেকপোস্টে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. বিচিত্র মল্লিক।

ইতিমধ্যে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসা মোট ৩০ হাজার ১৯৬ জন যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ভারতীয় ৬ হাজার ৪৮ জন এবং অন্যান্য দেশের ২০৬ জন ও বাকিরা বাংলাদেশি যাত্রী। কোন যাত্রীর শরীরে করোনাভাইরাস আক্রান্তের লক্ষণ পাওয়া গেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে বলেও জানান তিনি।

বিচিত্র মল্লিক দ্য ডেইলি স্টারকে বলেন, “চীনে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের সকল ইমিগ্রেশন চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য চিঠি দিয়েছে। বেনাপোল চেকপোস্টেও সেই সতর্কতা পালন করা হচ্ছে।”

Comments

The Daily Star  | English

3 Bangladeshis killed in Malaysia building collapse; 4 still missing

Rescuers are still searching for four missing workers believed to be pinned under the rubble where a building under construction had collapsed at about 9:45pm (local time)

1h ago