লোহা গলানোর সময় সাত শ্রমিক দগ্ধ
রাজধানীর কদমতলী এলাকায় কামাল স্টিল মিলস লিমিটেড নামে একটি কারখানায় লোহা গলানোর সময় সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন।
আজ সকালে কারখানার সুপারভাইজার সনজিৎ মণ্ডল দ্য ডেইলি স্টারকে বলেন, “শ্রমিকরা রাতে ডিউটি করছিলেন। আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে লোহা গলানোর সময় হঠাৎ গলিত লোহা ছিটকে এসে শরীরে লাগলে রাসেল (৩২), রেদওয়ান (২৫), সিফাত (২৭), সোহাগ (২৫) বাবর (৩৫), দুলাল (৩০) ও সুজন (২৭) দগ্ধ হন। পরে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বাবরের শরীরের ৬ শতাংশ, সুজনের ১৯ শতাংশ এবং দুলালের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
Comments