চুয়াডাঙ্গায় দুই রোহিঙ্গা নারী আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা থেকে দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।
গতকাল বিকেলে উপজেলার ডুগডুগির বাজার থেকে তাদের আটক করা হয়।
আটক দুইজন হলেন, কুতুপালংয়ের ৬ নম্বর ক্যাম্পের প্রধান আমির হোসনের মেয়ে জুবাইরা খাতুন (২০) ও বালুখালির ২৬ নম্বর ক্যাম্পের ইসমাইল হোসেনের মেয়ে আনোয়ারা খাতুন (১৮)।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জাহাঙ্গীর কবির জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদার ডুগডুগি বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দর্শনার গেদে সীমান্ত হয়ে ভারত যাওয়ার উদ্দেশ্যে তারা রোহিঙ্গা শিবির থেকে পালিয়েছিল।
এছাড়া, তারা যে ইজিবাইকে করে গেদে সীমান্তের দিকে যাচ্ছিল, সেটি থেকে পাচারকারী সন্দেহে আরও দুইজনকে আটক করে পুলিশ। পরে, রোহিঙ্গা নারীদের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
আটককৃত দুই রোহিঙ্গা নারীকে আজ সকালে চট্টগামের উখিয়া থানায় পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
Comments