কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলার পশ্চিম সিংহ এলাকায় বন্দুকযুদ্ধে মাজারুল ইসলাম (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আজ সকালে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক দ্য ডেইলি স্টারকে বলেন, “রাত ২টার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। মাজারুলের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। দীর্ঘ দিন থেকে পুলিশ এবং গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে ধরার চেষ্টা করছিলেন। ডাকাতি ছাড়াও সম্প্রতি দুই ব্যবসায়ীকে হত্যায় জড়িত ছিলেন মাজারুল।”
“আমাদের কাছে গোপন সংবাদ ছিল— পশ্চিম সিংহ এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সে অনুযায়ী ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পাওয়া মাত্র ডাকাত দলের সদস্যরা গুলি চালাতে শুরু করে। পুলিশ পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পরে দুর্বৃত্তরা আহত অবস্থায় একজনকে ফেলে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন”, বলেন মোজাম্মেল হক।
তিনি আরও বলেন, “বন্দুকযুদ্ধে বুড়িচং থানার পরিদর্শক নিত্যানন্দ সাহাসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।”
Comments