উচ্ছ্বসিত জয়া আহসান

চার বছর আগে শুরু হয়েছিল নুরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ সিনেমার শুটিং। তবে এখনো তা মুক্তি পায়নি। শুটিংয়ের পর নানা কারণেই আটকে ছিলো এটি। সিনেমাপ্রেমীদের জন্য সুখবর, অবশেষে এর ডাবিং শেষ হয়েছে।
Joya Ahsan
অভিনেত্রী জয়া আহসান। ছবি: স্টার ফাইল ফটো

চার বছর আগে শুরু হয়েছিল নুরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ সিনেমার শুটিং। তবে এখনো তা মুক্তি পায়নি। শুটিংয়ের পর নানা কারণেই আটকে ছিলো এটি। সিনেমাপ্রেমীদের জন্য সুখবর, অবশেষে এর ডাবিং শেষ হয়েছে।

গতকাল রবিবার ছবির অন্যতম অভিনেত্রী জয়া আহসান তার ডাবিং শেষ করেছেন।

‘পেয়ারার সুবাস’ ছবির পোস্ট প্রোডাকশনের কাজ প্রাথমিক পর্যায়। আলফা আই প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘পেয়ারার সুবাস’র কালার গ্রেডিং, সাউন্ড ও মিউজিকের কাজ চলছে।

শীঘ্রই মুক্তি দেওয়ার প্রস্তুতির কথা দ্য ডেইলি স্টার অনলাইনকে জানিয়েছেন আলফা আই স্বত্বাধিকারী শাহরিয়ার শাকিল।

পরিচালক নূরুল আলম আতিক জানিয়েছেন, “বাঙালির বৈবাহিক জীবনে পুরুষের আধিপত্য নিয়ে প্রশ্ন তোলার গল্প নিয়ে তৈরি করা হয়েছে ‘পেয়ারার সুবাস’। প্রায় প্রতিটি বাঙালি নারীর বৈবাহিক জীবনের অভিজ্ঞতাকে উপস্থাপন করবে।”

জয়া আহসান বলেছেন, “অবশেষে ‘পেয়ারার সুবাস’ আলোর মুখ দেখতে যাচ্ছে। এটা আমার জন্য সুখবর। আশা করি, চলচ্চিত্রটি নতুন কিছু নিয়ে দর্শকদের মাঝে উপস্থিত হবে। ‘পেয়ারার সুবাস’ ছবিটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত।”

সিরাজগঞ্জ ও ঢাকার কয়েকটি লোকেশনে নির্মিত ‘পেয়ারার সুবাস’ ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলমসহ অনেকেই।

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

59m ago