আকবর-রকিবুলরা যেন হারিয়ে না যান, হচ্ছে বিশেষ পরিকল্পনা
প্রায় দুই বছর ধরে বিশ্বজয়ের প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এর ফলও পেয়েছে তারা। বিশ্বচ্যাম্পিয়ন হয়েই আগামী বুধবার দেশে ফিরছেন আকবর আলি-রকিবুল হাসানরা। কিন্তু এবার তাদের লক্ষ্য কী? তাদের নিয়ে পরবর্তী পরিকল্পনাই বা কী? প্রতিটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষ হওয়ার পরই এসব প্রশ্ন উঠে আসে। কেননা এক ঝাঁক সম্ভাবনাময় তরুণদের অল্প কম সংখ্যকই টিকে থাকেন শেষ পর্যন্ত।
বিশ্বজয়ী যুবাদের আর হারাতে দিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের ধরে রাখতে বিশেষ পরিকল্পনা করছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সোমবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘এটা একটা বিরাট সমস্যা। এটা নিয়ে আমরা আলাপ-আলোচনা করছি প্রায় আড়াই বছর ধরে। কয়েকটা ছেলে খুব ভালো করল, কিন্তু ওরা তো এখনই জাতীয় দলে সুযোগ পাচ্ছে না। তো এখন ওরা করবেটা কী?’
তবে ঠিক কী ধরনের পরিকল্পনা করেছেন তা এখন নয়, যুবারা দেশে ফিরলেই জানাবেন পাপন, ‘যদি ওদের হাই পারফরম্যান্স (এইচপি) ক্যাম্পে দেই, ওখানে দেখা যায়, যারা জাতীয় দলে ছিল আগে বা যারা সুযোগের অপেক্ষায় আছে, তারা যাচ্ছে। তরুণরা কিন্তু ঢুকতে পারছে না। আস্তে আস্তে এই খেলোয়াড়দের হারিয়ে যাওয়ার শঙ্কা থাকে এবং অনেকে হারিয়ে গেছেও। সেজন্য আমরা ওদেরকে নিয়ে পরিকল্পনা করেছি, আগে থেকেই করা আছে। কিন্তু কী করব সেটা আজকে (সোমবার) বলব না। ওরা বুধবার ঢাকা পৌঁছালে আপনাদের জানাব।’
বিশ্বের প্রায় সব ক্রিকেট দলের মূল খেলোয়াড়রা উঠে আসেন অনূর্ধ্ব-১৯ দল থেকে। বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় হিসেব যারা পরিচিত তাদের প্রায় সবাই, যেমন- ভারতের বিরাট কোহলি, শিখর ধাওয়ান, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের জো রুটরা উঠে এসেছেন ছোট মঞ্চের বিশ্বকাপ থেকেই। বাংলাদেশেরও মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের মতো তারকারা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন। কিন্তু ঝরে যাওয়ার সংখ্যাও তো কম নয়।
২০০৮ বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সোহরাওয়ার্দি শুভ কিছুদিন জাতীয় দলে খেললেও এখন ব্রাত্য। ২০১০ সালের অধিনায়ক মাহমুদুল হাসানকে তুমুল সম্ভাবনাময় ধরা হলেও জাতীয় দলের ধারেকাছেও আসতে পারেননি। ২০০৪ সালের বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেওয়া আশিকুর রহমানকে তো খুঁজেই পাওয়া যায় না। এমন উদাহরণ ভুরিভুরি। অনেকেই ক্রিকেট ছেড়ে দিয়েছেন বহু আগেই। তাই আকবর-রকিবুলদের নিয়ে সঠিক পরিকল্পনার প্রয়োজনীয়তা অনুভব করছে বিসিবি।
Comments