অনূর্ধ্ব-১৯ দলের শিক্ষা ব্যয় সরকারকে নেয়ার দাবি
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্যদের শিক্ষা ব্যয় সরকারকে নেয়ার দাবি জানিয়েছেন গণফোরাম এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।
আজ সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, “যতদিন তারা পড়ালেখা চালিয়ে যাবে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রাষ্ট্রীয় তহবিল থেকে তাদের পড়ালেখার খরচ দেয়া হোক”।
তিনি বলেন, “আমরা প্রমাণ করেছি এই উপমহাদেশে আমরা এগিয়ে থাকা দেশ”।
জয়ী দলের সদস্যদের নাগরিক অভ্যর্থনার পরিবর্তে প্লট বরাদ্দের দাবিও জানান গণফোরাম এমপি।
তিনি জানান, অনূর্ধ্ব -১৯ ক্রিকেট দলে বেশ কয়েকজন খেলোয়ার রয়েছে যাদের পরিবার অস্বচ্ছল। যারা দেশের জন্য এতো বড় অর্জন নিয়ে এল সরকারের উচিত তাদের প্লট বরাদ্দ দেয়া।
এর আগে, বিজয়ী দল দেশে ফিরলে তাদের বিশাল নাগরিক সংবর্ধনা দেয়ার দাবি জানান জাতীয় পার্টির এমপি মুজিবুল হক।
তিনি বলেন, ৪৫ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম ট্রফি এনে দিয়েছে যুবারা। সারাদেশের মানুষ এই ঐতিহাসিক জয়ে ভীষণ আনন্দিত।
তাদের (অনূর্ধ্ব-১৯ দল) অনবদ্য খেলার কারণে নাগরিক সংবর্ধনা দেয়া উচিত বলেও যোগ করেন তিনি।
জাতীয় পার্টি এমপি অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেট সদস্যদের যোগ্য সম্মানি দেয়ার দাবিও জানান।
Comments