আরও কার্যকর হচ্ছে ৯৯৯

জাতীয় জরুরি সেবা-৯৯৯ আরও ‌উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভৌগলিক তথ্য ব্যবস্থাপনা (জিআইএস) এবং ইন্টারনেট অব থিংগস(আইওটি) এর মাধ্যমে জরুরি সেবা আরো দ্রুত ও সহজে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
999 call service

জাতীয় জরুরি সেবা-৯৯৯ আরও ‌উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভৌগলিক তথ্য ব্যবস্থাপনা (জিআইএস) এবং ইন্টারনেট অব থিংগস(আইওটি) এর মাধ্যমে জরুরি সেবা আরো দ্রুত ও সহজে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

জাতীয় সংসদে আজ সোমবার জাতীয় পার্টির এমপি ফখরুল ইমামের প্রশ্নের জবাবে এসব কথা জানান মন্ত্রী।

লিখিত উত্তরে মন্ত্রী জানান, বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে সারাদেশের একটি মানচিত্র জিআইএস সফটওয়্যারের আওতায় আনা হবে।

তিনি জানান, এতে করে জরুরি সহায়তা আরো দ্রুত ও নির্দিষ্ট করা সম্ভব হবে। জিআইএস সফটওয়্যারের মাধ্যমে জাতীয় জরুরি সেবা-৯৯৯ আরো সুনির্দিষ্টভাবে দেয়া যাবে।

আইওটি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মানুষের সাহায্য ছাড়াই এই প্রযুক্তি স্বয়ংক্রীয়ভাবে কোনো দুর্ঘটনা বা জরুরি অবস্থা জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ জানাবে।

এছাড়া আধুনিক প্রযুক্তির মাধ্যমে সারাদেশের একটি অপরাধ মানচিত্র তৈরি করে জিআইএসে দেয়া হবে। এতে করে পুলিশ আরো সহজে অপরাধ দমনে প্রস্তুতি নিতে পারবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী

Comments

The Daily Star  | English
Cox’s Bazar Rail Station

Cox’s Bazar Rail Station: A modern marvel awaits travellers

The recently constructed Cox’s Bazar rail station aims to attract more tourists to the country’s renowned destination, the Cox’s Bazar sea beach.

17h ago