সাতক্ষীরায় বাসচাপায় পান ব্যবসায়ীর মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলায় বাসচাপায় ছাত্তার শেখ (৫৫) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ছাত্তার শেখের বাড়ি উপজেলার পাটকেলঘাটা থানার রাঢ়িপাড়া গ্রামে। প্রত্যক্ষদর্শী জানান, ছাত্তার শেখ ভোরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মোরশেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
Comments