করোনাভাইরাস: একদিনে ১০৮ জনসহ মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

Coronavirus
করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের রক্ষায় নিরাপদ পোশাক পরেছেন থাই এয়ারওয়েজের ক্রু সদস্যরা। ছবি: রয়টার্স

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে শুরু হওয়া করোনাভাইরাস এখন বিশ্বব্যাপী এক আতঙ্ক। ইতোমধ্যে চীনের বাইরে আরও প্রায় ৩০টি দেশ ও স্থানে ভাইরাসটিতে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।

চীনের সরকারি হিসাবে, ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ হাজার ১৮ জন। আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬৩৮ জন।

আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল সোমবার মৃত্যু হয়েছে ১০৮ জনের। এদের মধ্যে ১০৩ জনই হুবেই প্রদেশের। এছাড়া, গতকালই আরও ২ হাজার ৪৭৮ জন আক্রান্ত হয়েছেন।

সংবাদের প্রতিবেদনে বলা হয়, এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সার্সকে ছাড়িয়েছে করোনা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরিসংখ্যান অনুযায়ী, ২০০২-০৩ সালে চীন ও এশিয়ার অন্যান্য অঞ্চলে সার্স ভাইরাসে আক্রান্ত হয়ে ৮১১ জন মারা গিয়েছিলেন। করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে সার্সের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

34m ago