১৭ চীনা নাবিকের জাহাজ ছাড়তে বাধা নেই

চট্টগ্রামের সীতাকুণ্ড সাগর উপকূলে চীন থেকে ভাঙার জন্য আনা জাহাজে তিন দিন ধরে আটকে থাকা ১৭ নাবিকের স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ পাওয়া যায়নি। তাই তাদের জাহাজ ছাড়তে কোনো বাধা নেই।
উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় গতকাল রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন। এর আগে শনিবার বিকালে জাহাজটি সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের লালবেগ শিপইয়ার্ডে রাখা হয়। তবে করোনাভাইরাস আতঙ্কে চীনা নাবিকদের জাহাজ ছাড়ার অনুমতি দেওয়া হয়নি।
নাবিকদের এজেন্ট মো. রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, “আমরা অনুমতি নেওয়ার চেষ্টা করছি যেন মঙ্গলবারের মধ্যে তারা চীনে ফিরে যেতে পারেন। বিভিন্ন দেশ থেকে নাবিকরা জাহাজ নিয়ে বাংলাদেশে আসেন। সেই জাহাজগুলো ইয়ার্ডে ভাঙা হয়। এটা একটি সাধারণ প্রক্রিয়া।”
সংশ্লিষ্টরা জানান, জাপানের পতাকাবাহী ইউনি হারভেস্ট নামে কার্গো জাহাজটির ওজন প্রায় ৯ হাজার মেট্রিক টন। দেশটির ১৭ নাবিক ২০ জানুয়ারি চীনের উইফং বন্দর থেকে জাহাজটি নিয়ে রওনা দেন।
Comments