মাদক উদ্ধার অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ গ্রেপ্তার চোরাকারবারি নিহত
নওগাঁর মান্দা উপজেলায় বন্দুকযুদ্ধে আওরঙ্গজেব ওরফে জেবু (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার রাতে উপজেলার ভারশো এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
আওরঙ্গজেব দেলুয়াবাড়ী বাজার এলাকার মৃত নবীর উদ্দিনের ছেলে। পুলিশ জানিয়েছে, আওরঙ্গজেব মাদক চোরাকারবারি ছিলেন।
নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, “আওরঙ্গজেব ওরফে জেবু একজন মাদক চোরাকারবারি। তার বিরুদ্ধে থানায় ১২টি মামলা রয়েছে। সোমবার সন্ধ্যায় মান্দার দেলুয়াবাড়ী এলাকা থেকে আওরঙ্গজেবকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী রাতে পুলিশ আওরঙ্গজেবকে সঙ্গে নিয়ে মাদক উদ্ধার অভিযানে ভারশো এলাকায় যায়। সেখানে লুকিয়ে থাকা মাদক চোরাকারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় তিন পুলিশ সদস্য ও আওরঙ্গজেব গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আওরঙ্গজেবকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।”
Comments