চার দিনে হার, আগেই দেশে ফিরছেন তামিম-মুমিনুলরা
পাঁচ দিনের ম্যাচটা চার দিনে নিতে পেরেছে বাংলাদেশ। আরও স্পষ্ট করে বললে, চতুর্থ দিন সকালে দেড় ঘণ্টার মধ্যে নির্ধারিত হয়ে যায় জয়-পরাজয়। তাই পাকিস্তান থেকে আগেভাগেই দেশে ফেরার সুযোগ পেয়ে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম দ্য ডেইলি স্টার’কে জানিয়েছেন, অধিনায়ক মুমিনুল হক-তামিম ইকবালসহ দলের অধিকাংশ খেলোয়াড় এদিন বিকালে পা রাখবেন দেশে। আর দলের কোচিং স্টাফরা ও মাত্র চার খেলোয়াড় ফিরবেন আগামীকাল।
পূর্বনির্ধারিত ফ্লাইটে মঙ্গলবার রাতে দেশের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল গোটা দলের। কিন্তু সিরিজের প্রথম টেস্টের দেড় দিনেরও বেশি বাকি থাকতে আগের দিন পাকিস্তানের কাছে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ইনিংস ও ৪৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা।
ম্যাচ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশের ক্রিকেটাররা আর পাকিস্তানে থাকতে চাননি। তাই ফ্লাইট এগিয়ে নিয়ে আগের রাতেই বেশির ভাগ ক্রিকেটার দেশের বিমান ধরেছেন। এদিন বিকাল ৪টা ৪০ মিনিটে বাংলাদেশে পৌঁছানোর কথা তাদের। বাকিরা পৌঁছাবেন পরদিন।
দ্বিতীয় দফায় পাকিস্তান সফর শেষে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এই সিরিজে একটি টেস্ট, তিনটি ওয়ানডে আর দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুদল।
আগামী ১৫ ফেব্রুয়ারি সিরিজ খেলতে ঢাকায় আসবে জিম্বাবুয়ে। একমাত্র টেস্টের আগে ১৮-১৯ ফেব্রুয়ারি দুদিনের একটি প্রস্তুতি ম্যাচ পাবে সফরকারীরা। এই প্রস্তুতি ম্যাচের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। ২২ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ১ মার্চ। এরপর ৩ ও ৬ মার্চ হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। ওয়ানডে সিরিজের জন্য শুরুতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে চূড়ান্ত করেছিল বিসিবি। তবে ভেন্যু বদলে এখন পুরো সিরিজটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এরপর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় ফিরবে দুদল। ৯ ও ১১ মার্চ মিরপুরে টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিজ দেশে ফিরে যাবে জিম্বাবুয়ে দল।
এই সিরিজ শেষে তৃতীয় দফায় আবার পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। তখন করাচিতে একটি ওয়ানডে ও দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে তারা। ওয়ানডে ম্যাচটি হবে ৩ এপ্রিল। টেস্ট শুরু হবে ৫ এপ্রিল।
Comments