সাভারে অনুমোদনহীন ৩ হাসপাতাল সিলগালা

অনিয়মের দায়ে জরিমানাসহ তিনটি বেসরকারি হাসপাতাল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
হাসপাতালগুলো হচ্ছে- সাভার পৌর এলাকার গেন্ডায় অবস্থিত ল্যাব স্টার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নিউ লাইফ কেয়ার হাসপাতাল ও কর্ণপাড়া এলাকার যমুনা ডিজিটাল হাসপাতাল।
এর মধ্যে যমুনা ডিজিটাল হাসপাতালকে ৫০ হাজার টাকা এবং ল্যাব স্টার হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহফুজ জানান, প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই, নিয়মনীতির তোয়াক্কা না করে আবাসিক ভবনে হাসপাতাল চালিয়ে আসছিল।
এছাড়াও, প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় সরঞ্জামাদি ছিল না বলেও জানান তিনি।
অন্যদিকে সাভারের বনগাঁও এলাকার সাসকো এনার্জি বিডি নামের একটি মবিল তৈরির কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ দূষণসহ ঝুঁকিপূর্ণভাবে কারখানা পরিচালনার দায়ে অনুমোদনবিহীন ওই প্রতিষ্ঠানটিও বন্ধ করে দেয়া হয়। সাসকো এনার্জির ব্যবস্থাপক মো. আবু তালেবকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে বলেও জানান আব্দুল্লাহ আল মাহফুজ।
Comments