হরতাল-অবরোধে চালু থাকবে বিআরটিসি

পুঁজিবাজারে ৪৯ শতাংশ শেয়ার ছাড়ার লক্ষ্য নিয়ে ‘বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিল, ২০২০’ সংসদে পাস হয়েছে।
এই বিলে বিআরটিসির কার্যক্রমের সঙ্গে নতুন করে কয়েকটি বিষয় সংযোজন করা হয়েছে। যেমন— হরতাল, অবরোধ, পরিবহন ধর্মঘট, জরুরি অবস্থা, জাতীয় দুর্যোগ, বিশ্ব ইজতেমা, মুক্তিযোদ্ধাদের সমাবেশ কিংবা রাষ্ট্রের যে কোনো জরুরি পরিস্থিতিতে পরিবহন সেবা দেবে বিআরটিসি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংসদে বিলটি উপস্থাপন করেন। কণ্ঠভোটে বিলটি পাস হয়।
বিআরটিসির ৫১ শতাংশ শেয়ারের মালিকানা সরকারের এবং ৪৯ শতাংশ উন্মুক্ত থাকার কথা বলা হয়েছে বিলটিতে।
বিদ্যমান ১১ সদস্যের পরিবর্তে ২৩ সদস্যের পরিচালনা পর্ষদ থাকবে বিআরটিসির। স্থানীয় সরকার বিভাগ, মন্ত্রীপরিষদ বিভাগ, অর্থ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, জননিরাপত্তা বিভাগ, নৌ পরিবহন মন্ত্রণালয়, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগ, শেয়ারহোল্ডারদের প্রতিনিধি থেকে পর্ষদের সদস্য থাকবেন।
Comments