পুরান ঢাকায় দুই সাংবাদিকের ওপর হামলা
পুরান ঢাকার নয়াবাজারে আজ বিকেলে ব্যবসায়ীদের হামলায় আহত হয়েছেন বেসরকারি চ্যানেল নিউজ ২৪ এর দুই সাংবাদিক। আজ মঙ্গলবার দুপুরে শুল্ক বন্ড কমিশনারের একটি অভিযানের খবর পেয়ে সেখানে যাবার পথে তারা হামলার শিকার হন।
আহত জ্যেষ্ঠ প্রতিবেদক ফখরুল ইসলাম এবং জ্যেষ্ঠ ফটো-সাংবাদিক শেখ জালালের সহকর্মী মৌ খন্দকার দ্য ডেইলি স্টারকে জানান, ঘটনার পর স্থানীয়রা তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হামলাকারীরা তাদের গাড়ি, ক্যামেরা ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে।
আরমানিটোলায় বন্ড সুবিধা ব্যবহার করে আমদানিকৃত পণ্য ও কাঁচামাল বিক্রিতে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন শুল্ক কর্মকর্তারা। সেসময় সাংবাদিকরা সেখানে উপস্থিত হলে স্থানীয় ব্যবসায়ীরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে।
শুল্ক বন্ডের সহকারী কমিশনার মো. আল আমিন বলেন, “রপ্তানিমুখী শিল্পে ব্যবহার হয় এমন কিছু কাঁচামাল খোলা বাজারে অবৈধভাবে বিক্রির খবর পেয়ে আমরা অভিযান চালাই। এ অভিযানের সংবাদ ধারণ করতে আসার সময় সাংবাদিকদের ওপর আক্রমণ হয়েছে বলে শুনেছি।”
Comments