বাস খাদে পড়ে ৩৪ চবি শক্ষার্থী আহত

বাস খাদে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৪ শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চট্টগ্রামের ফটিকছড়িতে এই দুর্ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসএম মনিরুল হাসান জানান, ফটিকছড়ি থেকে শিক্ষার্থীদের নিয়ে বাসটি বিশ্ববিদ্যালয়ে আসার পথে মনিয়াপুকুরের চেয়ারম্যানঘাটা এলাকায় পথের ধারে খাদে পড়ে যায়। বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে পথ করে দিতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।
প্রক্টর আরও জানান, আহতদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়ছে।
Comments