ভারতে আসছেন ট্রাম্প, বস্তি আড়াল করতে উঠছে প্রাচীর

পথের ধারের বস্তি আড়ালে রাখতে গুজরাটের আহমেদাবাদে জোরেসোরে চলছে প্রাচীর তৈরির কাজ। ছবি: রয়টার্স

চলতি মাসেই ভারতে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নয়া দিল্লি সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শহর আহমেদাবাদে যাবেন তিনি। সেই উপলক্ষে ট্রাম্পের দৃষ্টি থেকে শহরের বস্তি আড়াল করতে সাত ফুট উঁচু প্রাচীর তুলছে মোদি সরকার।

দুই দিনের সফরের শেষ দিন ২৫ ফেব্রুয়ারি গুজরাটের আহমেদাবাদ যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। বিমানবন্দর থেকে বেরিয়ে যে রাস্তা দিয়ে তার গাড়িবহর যাবে তার পাশেই রয়েছে বড় একটি বস্তি। বস্তি তুলে দেওয়া সম্ভব না হওয়ায় এখন তড়িঘড়ি করে তা ঢাকার ব্যবস্থা করা হয়েছে।

উচ্চপদস্থ একজন সরকারি কর্মকর্তা বস্তি আড়ালের অভিযোগ অস্বীকার করে বলেছেন, শহরের সৌন্দর্য বাড়াতে ওই দেয়াল তোলা হচ্ছে।

তবে এই কাজে যুক্ত ঠিকাদার জানান, এই পথ ধরেই যাবেন ট্রাম্প। আর সরকার চায় না এই বস্তিটির দিকে প্রেসিডেন্টের চোখ পড়ুক।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ঠিকাদার আরও জানান, যত দ্রুত সম্ভব তাকে দেয়াল তোলার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় ১৫০ রাজমিস্ত্রি সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা দেয়াল তোলার কাজ করছেন।

দেয়াল তোলার পেছনে কারণ যেটাই হোক, এর ফলে বস্তির ৮০০ পরিবারের ঘরগুলো ট্রাম্পের দৃষ্টির আড়ালে যাবে।

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL issue with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

43m ago