অর্ধেকে নামলো ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার
ব্যাংকের সঙ্গে তাল মিলিয়ে সরকার এবার ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার অর্ধেকে নামিয়ে এনেছে। গতকাল বৃহস্পতিবার সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, গতকাল থেকেই নতুন সুদ হার কার্যকর হবে। এক থেকে তিন বছর বা তার বেশি আমানতের সুদের হার হবে পাঁচ থেকে ছয় শতাংশ, আগে যা ছিল ১২ শতাংশের কাছাকাছি। ছয় মাস থেকে তিন বছর মেয়াদি আমানতে সুদের হার চার থেকে পাঁচ শতাংশ করা হয়েছে, যা আগে ছিল সর্বোচ্চ ১০ শতাংশ। এই মাস থেকে ব্যাংকগুলোও তাদের আমানতের সুদের হার ছয় শতাংশে নামিয়ে এনেছে।
Comments