কলকাতায় দ্বিতীয় পর্যায়ের মেট্রোরেলের যাত্রা শুরু

কলকাতায় দ্বিতীয় পর্যায়ের মেট্রোরেলের যাত্রা শুরু হয়েছে। এটির নাম ইস্ট-ওয়েস্ট মেট্রোরেল।
প্রাথমিকভাবে সল্টলেকের সেক্টর-৫ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত, অর্থাৎ ৪ দশমিক ৮৮ কিলোমিটার রুটে চলাচল করবে নতুন মেট্রোরেল।
আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার প্রথম পর্যায়ে চালু হওয়া এই রেলপথের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল।
সেসময় তিনি বলেছেন, “আগামী দুই বছরের মধ্যে সেক্টর-৫ থেকে হাওড়া ময়দান পর্যন্ত পুরো সাড়ে ১৬ কিলোমিটার রুটে এটি চলাচল করবে। পুরো কাজ শেষ হলে ব্যস্ততম এ সড়কে যাতায়াত অনেকটাই সহজ হবে।”
নতুন মেট্রোরেলের যাত্রাপথে আপাতত পাঁচটি স্টেশন থাকবে। সেগুলো হলো—করুণাময়ী, সেন্ট্রালপার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল ও সল্টলেক স্টেডিয়াম।
২০০৯ সালে মেট্রোরেল প্রকল্পের কাজ শুরু হলেও রাস্তা পুনর্নির্মাণের জন্য ২০১২-২০১৫ সাল পর্যন্ত কাজ বন্ধ ছিল।
২০২১ সালের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু, গত বছর বউবাজারে সুরঙ্গ খোঁড়ার সময় কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। যেকারণে কাজ প্রায় একবছর পিছিয়ে যায়।
সংশ্লিষ্টদের আশা, ২০২২ সালের মধ্যেই পুরো প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে।
দ্বিতীয় মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি। যেকারণে অনুষ্ঠান বয়কট করেন তৃণমূলের স্থানীয় নেতারা।
উল্লেখ্য, ৩৬ বছর আগে কলকাতায় প্রথম মেট্রোরেল চালু হয়েছিল।
Comments