বাগেরহাটে পুলিশের ওপর হামলা, আটক ২

বাগেরহাটে মোরেলগঞ্জ থানায় কর্মরত পুলিশের দুই সদস্যের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে।
arrest_logo-1_0.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

বাগেরহাটে মোরেলগঞ্জ থানায় কর্মরত পুলিশের দুই সদস্যের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে মোরেলগঞ্জ সোলমবাড়িয়া বাসস্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত মোরেলগঞ্জ থানার ওসি তদন্ত ঠাকুর দাশ মণ্ডল ও এএসআই রাসেলকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটককৃতরা হলেন- পূর্বসরালিয়া গ্রামের মতি আকনের ছেলে হাসান আকন (২৪) ও লতিফ আকনের ছেলে মাহতাব আকন (৪৭)। মাহতাব মোরেলগঞ্জে ভাড়ায় মোটরসাইকেল চালান।

আহত পুলিশ কর্মকর্তা ঠাকুর দাশ মণ্ডল বলেন, “একটি দ্রুতগতির মোটরসাইকেল থামিয়ে আরোহীদের জিজ্ঞাসাবাদ করছিলাম। এমন সময় পেছন থেকে এসে অতর্কিতভাবে আমাদের ওপর হামলা করে ওই দুজন।”

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম বলেন, “দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এতে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।”

Comments

The Daily Star  | English

77.78% students pass HSC, equivalent exams; down 0.86 points from last year

A total of 1,45,911 students earned GPA-5 in HSC and equivalent examinations whereas the number was 92,595 last year

4h ago