বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে বুনো হাতি আহত
বান্দরবানের লামা উপজেলার দুর্গম ইয়াংছা মুখ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে একটি বুনো হাতি আহত হয়েছে। হাতিটির অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। সামনের ডান পায়ে গুলিবিদ্ধ হওয়ায় হাতিটি চলাফেরা করতে পারছে না।
বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় দশ থেকে পনের দিন আগে ২৩-২৫ বছরের এই পুরুষ হাতিটিকে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সার্জন ডা. মুস্তাফিজুর রহমান বলেছেন, “হাতিটির অবস্থা আশঙ্কাজনক, ওর ডান পায়ের গুলিবিদ্ধ অংশে পচন ধরেছে।”
ডা. মুস্তাফিজুর রহমান জানান, আগামীকাল চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দল হাতিটিকে চিকিৎসা প্রদানের জন্য আসবেন।
লামা বন বিভাগের রেঞ্জ অফিসার আনোয়ার হোসেন খান জানান, এই ঘটনা জানার পরে আহত হাতিটির চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে।
Comments