মহাসড়ক পার হতে গিয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। আজ শনিবার সকালে উপজেলার গিলাবেড়াইদ ও জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
accident_10_10_0.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। আজ শনিবার সকালে উপজেলার গিলাবেড়াইদ ও জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক আইয়ুব দ্য ডেইলি স্টারকে বলেন, “সকাল পৌনে ৮টায় গিলাবেড়াইদ হাজী মফিজ উদ্দিন সিএনজি পাম্পের সামনে আনুমানিক ৩০ বছর বয়সী এক ব্যক্তি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। সে সময় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, “সকালে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৭০ বছর বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধ মারা গেছেন। তিনি জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ময়মনসিংহগামী একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানিয়েছেন, তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন।”

তিনি আরও বলেন, “নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।”

Comments

The Daily Star  | English

Agargaon-Motijheel: Metro services resume 11 hours after suspension

Metro rail operations resumed on Agargaon-Motijheel section at 8:25pm, after around 11 hours suspension of services

1h ago