পিছিয়ে থেকেও অদ্ভুতুড়ে ইনিংস ঘোষণা

ম্যাচের মাত্র দ্বিতীয় দিন। দক্ষিণাঞ্চল ব্যাটিং করছে নিজেদের প্রথম ইনিংসে। কিন্তু লক্ষ্যটা তাদের ফাইনাল। তাই প্রতিপক্ষ মধ্যাঞ্চলের চেয়ে ১২১ রানে পিছিয়ে থেকেও ইনিংস ঘোষণা করে দিয়েছে আব্দুর রাজ্জাকের দল!
Razzak
ফাইল ছবি

ম্যাচের মাত্র দ্বিতীয় দিন। দক্ষিণাঞ্চল ব্যাটিং করছে নিজেদের প্রথম ইনিংসে। কিন্তু লক্ষ্যটা তাদের ফাইনাল। তাই প্রতিপক্ষ মধ্যাঞ্চলের চেয়ে ১২১ রানে পিছিয়ে থেকেও ইনিংস ঘোষণা করে দিয়েছে আব্দুর রাজ্জাকের দল!

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিসিএলের তৃতীয় ও শেষ রাউন্ডের ম্যাচে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে অদ্ভুতুড়ে ইনিংস ঘোষণার নজির স্থাপন করেছে দক্ষিণাঞ্চল। প্রতিপক্ষ মধ্যাঞ্চল যেন বোনাস পয়েন্ট না পায় তাই ৪ উইকেটে ১১৪ রান তুলে ইনিংসের ইতি টেনেছে দলটি। নিজেদের প্রথম ইনিংসে শুভাগত হোমের মধ্যাঞ্চল অলআউট হয়েছিল ২৩৫ রানে।

আগের দিনের ২ উইকেটে ২৯ রান নিয়ে খেলতে নেমেছিল দক্ষিণাঞ্চল। এদিন প্রথম সেশনের মাঝামাঝি সময়ে তারা ইনিংস ঘোষণা করে। ৭৫ বলে ২৫ রান করে শামসুর রহমান আউট হওয়ার সঙ্গে সঙ্গে সাজঘরে ফিরে যায় দলটি। তখন নুরুল হাসান অপরাজিত ছিলেন ৪১ বলে ৪৮ রানে।

বিসিএলের বোনাস পয়েন্ট পদ্ধতি অনুসারে, প্রথম ১০০ ওভারের মধ্যে প্রতিপক্ষের ৫ উইকেট নিলে প্রতিটি দল পাবে ০.৫ পয়েন্ট। ৭ উইকেট নিলে মিলবে ১ পয়েন্ট। আর ৯ বা তার চেয়ে বেশি উইকেটের জন্য পাওয়া যাবে ১.৫ পয়েন্ট।

তাই বোলিং থেকে মধ্যাঞ্চল যেন কোনো বোনাস পয়েন্ট না পায় তা নিশ্চিত করতে আগেভাগে ইনিংস ঘোষণা করেছে দক্ষিণাঞ্চল। বিসিএলের দুই রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। দলটির পয়েন্ট ১৬.৩৯। ৯.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মধ্যাঞ্চল। ১৩.০৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে পূর্বাঞ্চল।

Comments