কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, প্রাণ গেল ২ যাত্রীর

Ena Poribahan
আজ সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় সড়ক দুর্ঘটনা কবলিত এনা পরিবহনের একটি বাস। ছবি: স্টার

গাজীপুর মহানগরের রাজেন্দ্রপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। আজ শনিবার সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, “রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রীর মৃত্যু হয়। আহত হন কমপক্ষে আরও ১০ জন। ময়নাতদন্তের জন্য দুই যাত্রীর মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।”

Comments

The Daily Star  | English

'Do not drop those bombs': Trump warns Israel

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago