কক্সবাজারে অটোরিকশা-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে সিএনচিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
accident_10_10_0.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে সিএনচিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে অটোরিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

আজ শনিবার দুপুর দেড়টার দিকে মেরিন ড্রাইভ সড়কের রামুর দরিয়ানগর ট্যুরিস্টকেন্দ্র এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম আতিক উল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেছেন, “মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলার দরিয়ানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক নিহত হন। এছাড়া, গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

Comments

The Daily Star  | English

Students besiege HC demanding resignation of 'pro-AL fascist judges'

A group of students marched to the High Court premises to besiege the court, demanding the resignation of "pro-Awami League fascist judges"

1h ago