বঙ্গোপসাগরে আরও দুই মরদেহ উদ্ধার
সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ থেকে আরও দুইজনের মরদেহ উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা।
তাদের মধ্যে একজন নারী, অপরজন পুরুষ। তবে তাদের পরিচয় জানা যায়নি।
আজ শনিবার দুপুর ১২টার দিকে ছেঁড়া দ্বীপের দক্ষিণের সৈকত থেকে নারীর মরদেহটি উদ্ধার করা হয়। অন্যদিকে, রাত ৯টার দিকে একইস্থান থেকে পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, গত ১১ ফেব্রুয়ারি ভোরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় যারা নিখোঁজ রয়েছেন, তাদের মধ্যে নিহত দুইজনও ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সেন্টমার্টিন কোস্টগার্ডের কমান্ডার লেফটেন্যান্ট নঈম উল হক বলেন, “গতকাল সন্ধ্যায় একই এলাকা থেকে আরেক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় ১৫ জনের মরদেহ ও ৭২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।”
ট্রলারডুবিতে নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
অবৈধভাবে ১৩৮ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেওয়া একটি ট্রলার গত ১১ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে সেন্টমার্টিন-ছেঁড়া দ্বীপের কাছাকাছি একটি স্থানে ডুবে যায়। ওইদিন ভোরেই ৬৫ জনকে জীবিত ও ১৫ জনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।
কোস্টগার্ডের দাবি, ট্রলারডুবির ঘটনায় এখনো ৪৯ জন নিঁখোজ রয়েছেন।
Comments