যৌন হয়রানির অভিযোগে হাবিপ্রবি শিক্ষক বহিষ্কার

ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষককে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে রিজেন্ট বোর্ড। অভিযোগের পর প্রথমে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।
গতকাল শনিবার হাবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৪৮তম সভায় চূড়ান্ত বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে রিজেন্ট বোর্ডের একাধিক সদস্য জানিয়েছেন, শনিবার বেলা ১১টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে এটি নোটিশ আকারে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন এক ছাত্রী।
অভিযোগে উল্লেখ করা হয়, পরীক্ষার খাতা দেওয়া ও গবেষণা প্রস্তাবনা লেখাসহ বিভিন্ন অজুহাতে একাধিকবার ওই ছাত্রীকে নিজ বাসায় যাওয়ার প্রস্তাব দেন অভিযুক্ত শিক্ষক। এছাড়াও, বিভিন্নভাবে তাকে যৌন হয়রানি করেন। কিন্তু ওই ছাত্রী একা শিক্ষকের বাসায় যেতে অস্বীকৃতি জানান। পরে প্রস্তাবনা জমা দেওয়ায় অসহযোগিতাসহ বিভিন্নভাবে ওই ছাত্রীকে হয়রানি করেন অভিযুক্ত শিক্ষক।
এছাড়া, ২০১৮ সালের ১৬ জানুয়ারি অভিযুক্ত শিক্ষকের স্ত্রীও তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন এবং যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ করেন।
তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা মেলে। তদন্ত কমিটি তাকে চূড়ান্তভাবে বহিষ্কার ও এর আগ পর্যন্ত সময়িক বহিষ্কারের সুপারিশ করেন। যার পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের ৩০ জুলাই তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
Comments