আইপিএলের উদ্বোধনী ম্যাচে গত আসরের ফাইনালের পুনরাবৃত্তি
২০২০ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার গেল আসরের ফাইনালে এই দুটি দল পরস্পরকে মোকাবিলা করেছিল।
আগামী ২৯ মার্চ মাঠে গড়াবে আইপিএলের ত্রয়োদশ আসর। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ। আট দল নিয়ে আয়োজিত প্রতিযোগিতার লিগ পর্বের সূচি চূড়ান্ত হলেও নক-আউট পর্বের সূচি নিয়ে এখনও কিছু জানা যায়নি। প্রায় দুই মাসব্যাপী আসরের ফাইনাল মাঠে গড়াবে আগামী ২৪ মে।
লিগ পর্বের সূচি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি আইপিএল কর্তৃপক্ষ। তবে শনিবার (১৫ ফেব্রুয়ারি) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, আট ফ্র্যাঞ্চাইজির কাছে পাঠানো প্রাথমিক পর্বের সূচি তারা হাতে পেয়েছে এবং এই পর্ব শেষ হবে আগামী ১৭ মে। ওই ম্যাচে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে মুম্বাইয়ের সঙ্গে।
আগামী ১৮ মার্চ পর্যন্ত ব্যস্ত থাকবেন ভারতের ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। এরপর মাত্র ১১ দিনের ব্যবধানে আইপিএলে মনোযোগী হতে হবে তাদের।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আইপিএল কর্তৃপক্ষকে জানিয়েছে, আগামী ১ এপ্রিলের আগে ইংলিশ ক্রিকেটারদের পাওয়া যাবে না। কারণ ১৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আর নিউজিল্যান্ড ক্রিকেটও (এনজেডসি) একই ধরনের বার্তা দিয়েছে আইপিএল কর্তৃপক্ষকে। টি-টোয়েন্টি সিরিজ শেষে আগামী ৩০ মার্চের পর থেকে আইপিএলে খেলতে পারবেন দল দুটির তারকারা।
Comments