আমি সব ভোট পাইনি, কিন্তু সবার মুখ্যমন্ত্রী: কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি: সংগৃহীত
দিল্লির রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শপথ নেওয়ার পরে তিনি বলেছেন, “সব ভোট আমি পাইনি, কিন্তু আমি সবার মুখ্যমন্ত্রী।”
 
তার শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানান হয়নি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমন্ত্রণ জানানো হলেও তারা উপস্থিত ছিলেন না। 
 
আজ রবিবার দুপুরে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
 
শপথ অনুষ্ঠানে কেজরিওয়াল বলেন, নির্বাচনী প্রচারে যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করেছেন, আজ তাদের ক্ষমা করে দিলাম।
 
এদিন তার সঙ্গে ছয় মন্ত্রীও শপথগ্রহণ করেন। মন্ত্রীরা হলেন- মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, গোপাল রাই, কৈলাস গেহলত, ইমরান হোসেন ও রাজেন্দ্র পাল গৌতম। 
 
শপথ অনুষ্ঠানে আম আদমির বিজয় জনতাকে উৎসর্গ করেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, ‘‘নির্বাচনে আপনি কাদের ভোট দিয়েছেন তা কোনো বিষয় না। আপনি আমার পরিবারের সদস্য। কোনো কিছুই আমাকে কাজ থেকে বিরত রাখতে পারবে না।’’ 
 
শপথ অনুষ্ঠানে দিল্লিবাসীকে পত্রিকার পাতায় বিজ্ঞাপন দিয়ে আমন্ত্রণ জানায় আম আদমি পার্টি। তবে, সেখানে বিরোধী দলের কোনো শীর্ষ নেতা উপস্থিত ছিলেন না।
 
শপথের মঞ্চে উপস্থিত থাকার কথা ছিল ৫০ জন স্কুল শিক্ষক, চিকিৎসক, পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারী, অটো চালক, শৌচকর্মীর। তাদের ‘দিল্লির নির্মাতা’ হিসেবে উপস্থাপন করা হবে বলে এক বিবৃতিতে বলেছিল আম আদমি পার্টি।
 

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

3h ago