নারায়ণগঞ্জে ড্রেন থেকে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ড্রেন থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ড্রেন থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার দুপুরে উপজেলার তেতলাবো এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির পরিদর্শক আজহার আলী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সকালে ড্রেনের মধ্যে একজনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি বলেন, “আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

Comments

The Daily Star  | English
metro rail operations restart after suspension

Metro rail to run on Fridays

The metro rail authority also expects that trains will stop at Kazipara station from Friday as it is being prepared to resume operations

54m ago