ইঁদুরের পেটে ১ লাখ মেট্রিক টন ফসল

ইঁদুরের কারণে ২০১৮ সালে প্রায় এক লাখ মেট্রিক টন ফসল নষ্ট হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। আজ রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে ইঁদুরের কারণে হওয়া ফসলহানির তথ্য তুলে ধরেন তিনি।
জাতীয় সংসদের অধিবেশনের ফাইল ছবি

ইঁদুরের কারণে ২০১৮ সালে প্রায় এক লাখ মেট্রিক টন ফসল নষ্ট হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। আজ রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে ইঁদুরের কারণে হওয়া ফসলহানির তথ্য তুলে ধরেন তিনি।

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের এমপি হাবিবা রহমান খানের প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী জানান, ২০১৭ সালে ৯০,৩৮৫ মেট্রিক টন ফসল নষ্ট করেছিল ইঁদুর। তার আগের বছর এভাবে নষ্ট হওয়া ফসলের পরিমাণ ছিল ৮৮ হাজার ৮৪৪ মেট্রিক টন।

২০১৫ সালে ৯৪ হাজার ৩৮৮ মেট্রিক টন ও ২০১৪ সালে ৯৬ হাজার ৬৯৬ মেট্রিক টন ফসল ইঁদুর নষ্ট করেছিল বলেও জানান কৃষিমন্ত্রী।

তিনি বলেন, প্রতি বছর, ৫-৭ শতাংশ আমন ধান, ৪-১২ শতাংশ গম, ৫-৭ শতাংশ আলু ও ৬-৯ শতাংশ আনারস ইঁদুরের আক্রমণে নষ্ট হয়। এর মধ্যে ৫-৭ শতাংশ নষ্ট হয় মাঠে। আর গোডাউনে তোলার পর ৩-৫ শতাংশ ফসল যায় ইঁদুরের পেটে।

এসময় তিনি ইঁদুর নির্মূলে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago