এমপির বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ ‘ফেক নিউজ’: পররাষ্ট্রমন্ত্রী
কুয়েতে মানব পাচারের সঙ্গে বাংলাদেশের একজন সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগকে ‘ফেক নিউজ’ অভিহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আজ রোববার পররাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের বলেন, “আমরা শুনেছি যে এটা ফেক নিউজ। আমাদের কাছে কোনো তথ্য নেই। আমাদের মিশন ওখান থেকে কোনো খবর দেয়নি। আমরা এখনো কিছু জানি না। এটা বোধ হয় কোনো একটি পত্রিকায় বের হয়েছিল। পরবর্তী সময়ে ওই পত্রিকাই বলেছে এর সত্যতা সম্পর্কে সন্দেহ আছে।”
কুয়েতের আরবি দৈনিক আল কাবাস ও আরব টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী, বাংলাদেশের তিন জন মানব পাচারকারীকে ধরতে অভিযান চালিয়েছে পুলিশ। লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুল এই তিন জনের মধ্যে একজন। সেখানে গ্রেপ্তার অভিযান শুরুর আগেই তিনি দেশে চলে এসেছেন। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় পত্রিকা এ খবর দিয়েছে।
দেশটির গোয়েন্দা সংস্থা বলেছে, ২০ হাজার বাংলাদেশিকে কুয়েতে পাচার করে ওই চক্রটি ১ হাজার ৪০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
Comments