ব্যাংকিং খাত নিয়ে চোখ বন্ধ রাখতে পারি না: সুপ্রিম কোর্ট
ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) এর আর্থিক অবস্থা জানতে চেয়েছেন আদালত।
হাইকোর্টের নির্দেশে আইএলএফএসএল’র স্বাধীন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর খন্দকার ইব্রাহীম খালেদ এবং কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা যিনি নির্বাহী পরিচালকের নিচের পদমর্যাদার নয়- তাদের আগামী ২৫ ফেব্রুয়ারি আদালতে তলব করা হয়েছে। লিখিত আকারে আইএলএফএসএলের হিসাব দিতে হবে তাদের।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল লিজিংয়ের করা এক আবেদনের শুনানি করে আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
আদালত জানান, দিন দিন ব্যাংকিং খাতের অবস্থা খারাপ হচ্ছে। আর্থিক সহায়তার মাধ্যমে সরকার ব্যাংকগুলোকে টিকিয়ে রেখেছে।
এই অবস্থায় আমরা আমাদের চোখ বন্ধ করে রাখতে পারি না, বলেন আদালত।
জানুয়ারিতে হাইকোর্ট এক আদেশে আইএলএফএসএলের বেশ কয়েকজন কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্ট এবং পাসপোর্ট জব্দে সরকারকে নির্দেশ দেন। যাদের মধ্যে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং রিলায়েন্স ফাইন্যান্স লিমিডেটের প্রশান্ত কুমার হালদারও রয়েছেন।
আদেশ চ্যালেঞ্জ করে আপিল করে আইএলএফএসএল।
Comments