বাগেরহাটে ‘ডাকাত সন্দেহে’ গণপিটুনিতে নিহত ১
বাগেরহাটের কচুয়া উপজেলায় ‘ডাকাত সন্দেহে’ গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে ভোর রাতে উপজেলার বারুইখালী গ্রামে গণপিটুনিতে তিনি আহত হন। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জাকির হাওলাদার বলেন, “ডাকাতির উদ্দেশ্যে ভোররাতে একদল লোক সোমেদ হাওলাদারের বাড়িতে প্রবেশ করে। বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী বেড়িয়ে এলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। তাদের ধরতে গিয়ে স্থানীয় দুইজন আহত হন। এসময় গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সর্দার ইকবাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, “গণপিটুনিতে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরিচয় জানতে আমরা তার ছবি বিভিন্ন থানায় পাঠিয়েছি। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
Comments