পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর বিয়ে বন্ধ করল সহপাঠীরা

প্রতীকী ছবি

নোয়াখালীর চাটখিল উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর বিয়ে বন্ধ করেছে তার সহপাঠী ও শিক্ষকরা। বিয়ে দেওয়ার চেষ্টার খবর ওই শিক্ষার্থী তার সহপাঠীদের জানানোর পর শিক্ষক ও প্রশাসনের হস্তক্ষেপে বিয়ে বন্ধ হয়।

রোববার রাতে মোবাইল ফোনে ওই ছাত্রী তার সহপাঠীদের জানায় যে জোর করে তাকে বিয়ে দেওয়া হচ্ছে। সকালে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে বিয়ে বন্ধ করার দাবি জানায়। তাদের দাবির মুখে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলমের কাছে যান। পরে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সোমবার দুপুরে বিয়ে বাড়িতে এসে বিয়ের আয়োজন বন্ধ করেন।

সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি জানান, নাতনিকে বিয়ে না দেওয়ার জন্য তার নানা লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিশ্রুতি ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments