বিসিএসে সুপারিশপ্রাপ্ত ৩৮ জনের নিয়োগ নিয়ে হাইকোর্টের রুল
৩৯তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত ৩৮ জনকে নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তাদেরকে কেন নিয়োগ দেয়া হবে না- জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার পৃথক দুটি রিটের প্রাথমিক শুনানিতে হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
এসময় জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সচিব, পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান এবং সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
রিটকারীদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ্ মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ৪ হাজার ৭৯২ জন প্রার্থীকে সহকারী সার্জন এবং ডেন্টাল সার্জন পদে নিয়োগের জন্য সরকারের কাছে সুপারিশ করে। গত বছরের ১৮ নভেম্বর, ৮ ডিসেম্বর এবং এ বছর ২০ জানুয়ারি পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে ৪ হাজার ৬২৯ জনকে নিয়োগ দিলেও কারণ ছাড়াই রিট আবেদনকারী ৩৮ জনকে নিয়োগ দেওয়া হয়নি।
পিএসসির সুপারিশ থাকার পরও নিয়োগ না দেওয়ার সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বঞ্চিত ৩৮ জন ১৩ ফেব্রুয়ারি হাইকোর্টে দুটি রিট করেন।
আজ রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ সাইফুল আলম।
এর আগে, ২৯ জানুয়ারি ৩৪ এবং ৩৫তম বিসিএস এ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও নিয়োগ না পাওয়া ২৭ জনকে ৬০ দিনের মধ্যে নিয়োগ দিতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট।
Comments