নারায়ণগঞ্জে দগ্ধ আরও একজনের ঢামেকে মৃত্যু

রান্না ঘরে জমে থাকা গ্যাসের আগুনে পুড়ে যাওয়া আসবাবপত্র। ১৭ ফেব্রুয়ারি ২০২০। ছবি: আনিসুর রহমান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার একটি বাসায় রান্না ঘরে জমে থাকা গ্যাসের আগুনে দগ্ধ আরও একজন মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন কিরণ মিয়াকে (৪৫) চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, “তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। হাসপাতালে ভর্তি বাকি ছয়জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।”

গতকাল সোমবার ভোর ৫টায় সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়ায় অগ্নিকাণ্ডে একই পরিবারের আটজন দগ্ধ হন। এরা হলেন— নূরজাহান (৬০), কিরণ মিয়া (৪৫), আবুল হোসেন (২৫), হিরণ মিয়া (২৫), মুক্তা আক্তার (২০), কাউসার মিয়া (১৬), আপন (১০) ও ইলমা আক্তার (৩)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকালই কিরণ মিয়ার মা নূরজাহান মারা যান।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফীন দ্য ডেইলি স্টারকে বলেন, “পাঁচতলা বাড়ির নিচতলায় পরিবারটি ভাড়া থাকত। ধারণা করা হচ্ছে, রাতে চুলা বন্ধ না করে তারা ঘুমিয়ে পড়েছিলেন। চুলা থেকে গ্যাস বের হয়ে ঘরের ভেতরে জমে ছিল। ভোর ৫টায় চুলায় জ্বালাতে গেলে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে পরিবারের আট সদস্য দগ্ধ হন।”

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago