সব কারখানায় ২ মাসের মধ্যে ব্রেস্টফিডিং কর্নার করার নির্দেশ

সারাদেশের সব কল কারখানায় মাতৃদুগ্ধ দান ও শিশুযত্ন কর্নার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুই মাসের মধ্যে আদেশ কার্যকর বিষয়ে শ্রম সচিব ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালককে আলাদা প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
high court
স্টার ফাইল ফটো

সারাদেশের সব কল কারখানায় মাতৃদুগ্ধ দান ও শিশুযত্ন কর্নার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুই মাসের মধ্যে আদেশ কার্যকর বিষয়ে শ্রম সচিব ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালককে আলাদা প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি এনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি করে এ নির্দেশ দেন।

বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর সেকশন ৯৮ (৭) অনুসারে দেশের সব কল কারখানা কর্তৃপক্ষকে কারখানায় মাতৃদুগ্ধ দান ও শিশুযত্ন কর্নার তৈরি করতে হাইকোর্টের নির্দেশ চেয়ে আবেদন করেন আইনজীবী ইশরাত হাসান।

গত বছরের ২৭ অক্টোবর পাবলিক প্লেসে কেন মাতৃদুগ্ধ দান ও শিশুযত্ন কর্নার করা হবে না জানতে চেয়ে সরকারকে চার সপ্তাহের রুল দেন হাইকোর্ট।

 

Comments