টি-টোয়েন্টি বিশ্বকাপে সালমা-জাহানারাদের সূচি
অস্ট্রেলিয়ার মাটিতে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। টানা চতুর্থবারের মতো ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের বিশ্ব আসরে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী দল।
আগের তিনটি বিশ্বকাপের মতো এবারও টাইগ্রেসদের নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুন। বিশ্বকাপ প্রস্তুতির জন্য বেশ আগেভাগে অস্ট্রেলিয়ায় উড়ে গেছে দল। গোল্ডকোস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে দশ দিনের ক্যাম্পের পর গেল ১৪ ফেব্রুয়ারি থেকে আইসিসির আয়োজনে ব্রিসবেনে ক্যাম্প করছেন জাহানারা আলম-নিগার সুলতানারা।
স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে একই গ্রুপে খেলবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে নারীদের অন্য তিন প্রতিপক্ষ ভারত, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। প্রতিবেশী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিধারীদের বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী ২৪ ফেব্রুয়ারি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা তিন আসরে বাংলাদেশের জয় মাত্র একটি। ২০১৬ ও ২০১৮ বিশ্বকাপে নিজেদের সবকটি ম্যাচে হেরেছিলেন সালমারা। তবে বিশ্বকাপ অভিষেকে ২০১৪ আসরে দেশের মাটিতে বাংলাদেশ ৩ রানে জিতেছিল শ্রীলঙ্কার বিপক্ষে।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি:
তারিখ |
প্রতিপক্ষ |
ভেন্যু |
সময় (বাংলাদেশ) |
২৪ ফেব্রুয়ারি |
ভারত |
পার্থ |
বিকাল ৫টা |
২৭ ফেব্রুয়ারি |
অস্ট্রেলিয়া |
ক্যানবেরা |
দুপুর ২টা |
২৯ ফেব্রুয়ারি |
নিউজিল্যান্ড |
মেলবোর্ন |
সকাল ৬টা |
২ মার্চ |
শ্রীলঙ্কা |
মেলবোর্ন |
সকাল ৬টা |
Comments