বন্যপ্রাণী সংরক্ষণে মোদির ‘আন্তসীমান্ত সংরক্ষিত অঞ্চল’ প্রস্তাব

বন্যপ্রাণী রক্ষায় সহযোগিতার জন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আন্তসীমান্ত সংরক্ষিত অঞ্চল তৈরির প্রস্তাব দিয়েছে ভারত।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি

বন্যপ্রাণী রক্ষায় সহযোগিতার জন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আন্তসীমান্ত সংরক্ষিত অঞ্চল তৈরির প্রস্তাব দিয়েছে ভারত।

সীমান্ত এলাকায় ভারতের এবং প্রতিবেশী দেশগুলোর বেশ কিছু সংরক্ষিত এলাকা রয়েছে জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এসব এলাকায় পারস্পরিক সহযোগিতায় ‘আন্তসীমান্ত সংরক্ষিত অঞ্চল’ তৈরির মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ করা হলে অত্যন্ত ইতিবাচক ফল আসবে।

গুজরাটের গান্ধীনগরে পরিযায়ী প্রাণী বিষয়ক ১৩তম কনভেনশনের (সিএমএস) উদ্বোধনকালে গতকাল সোমবার তিনি এসব জানান।

১৩০টি দেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, পরিবেশকর্মী, গবেষক এবং জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মীদের উপস্থিতিতে মোদি এই কনভেনশনের উদ্বোধন করেন। সভাপতির বক্তব্যে মোদি এ বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কয়েকটি দিক তুলে ধরেন। তিন বছর ভারত এর সভাপতির দায়িত্ব পালন করবে।

মোদি জানান, বিশ্বের সাতটি প্রাণীবৈচিত্র্যপূর্ণ দেশের মধ্যে ভারত একটি। পূর্ব হিমালয়, পশ্চিম ঘাট, ইন্দো-মিয়ানমার অঞ্চল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের চারটি জীববৈচিত্র্যপূর্ণ এলাকা। এসব এলাকায় বিশ্বের বিভিন্ন প্রান্তে থেকে প্রায় ৫০০ প্রজাতির অতিথি পাখি আসে।

ভারতের মোট ভৌগোলিক আয়তনের ২১ দশমিক ৬৭ ভাগ বনভূমি। মোদি জানান, বনভূমির পরিমাণ আরও বাড়ানোর কাজ চলছে।

২০১০ সালে ভারতে বাঘের সংখ্যা ছিল ১ হাজার ৪১১টি। ২০২২ সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছে দেশটি। বর্তমানে ভারতে বাঘের সংখ্যা বেড়ে ২৯৬৭টি হয়েছে বলে জানান মোদি।

Comments

The Daily Star  | English
30 parties to join Jan 7 polls

30 parties to join Jan 7 polls: EC

Candidates from 30 out 44 registered political parties have submitted nomination papers for the January 7 national election

1h ago