‘মোদিকে পছন্দ করি, কিন্তু ভারতের থেকে ভালো ব্যবহার পাইনি’

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে ভালো-ভালো কথা বললেও ভারত থেকে খুব একটা ভালো ব্যবহার পাননি বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
Modi and Trump
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি ফাইল ফটো

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে ভালো-ভালো কথা বললেও ভারত থেকে খুব একটা ভালো ব্যবহার পাননি বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছিলো ট্রাম্পের ভারত সফরের সময় আমেরিকার সঙ্গে দেশটির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর হবে। তবে, ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে চাপা অসন্তোষ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের মনে।

এ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, “মোদিকে অনেক পছন্দ করি। কিন্তু, ভারত আমাদের সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করেনি।”

এখনই ভারতের সঙ্গে কোনো বড় মাপের চুক্তি হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।

মোদির আমন্ত্রণে আগামী ২৪ ফেব্রুয়ারি দুদিনের জন্য ভারত সফর করবেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেছেন, “ভারতের সঙ্গে আমাদের একটি বাণিজ্য চুক্তি হতেই পারে। তবে আমি চাচ্ছি এই গুরুত্বপূর্ণ চুক্তিটি এই মুহূর্তে নয়, পরবর্তী সময়ে হতে পারে।”

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমাদের এটা (বাণিজ্য চুক্তি) করতেই হবে। তবে নির্বাচনের আগে এটি করা সম্ভব হবে কিনা তা আমি জানি না।”

আরও পড়ুন:

প্রথমবারের মতো ভারতে আসছেন ট্রাম্প

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago