যে কারণে ওয়াল স্ট্রিট জার্নালের তিন সাংবাদিককে বহিষ্কার করল চীন

ওয়াল স্ট্রিট জার্নালের তিন সংবাদকর্মীকে বহিষ্কার করেছে চীন সরকার। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং এ ঘোষণা দেন। এ সময় তিনি তিনজনের বহিষ্কারের কারণও উল্লেখ করেন।

ওয়াল স্ট্রিট জার্নালের তিন সংবাদকর্মীকে বহিষ্কার করেছে চীন সরকার। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং এ ঘোষণা দেন। এ সময় তিনি তিনজনের বহিষ্কারের কারণও উল্লেখ করেন।

আজ বৃহস্পতিবার সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেন, গত ৩ ফেব্রুয়ারি ওয়াল স্ট্রিট জার্নালে একটি মতামত প্রকাশ করা হয়। মতামতটির শিরোনাম ছিল China is the real sick man of Asia। এ কারণেই তিন সংবাদকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

গেং শুয়াং বলেন, “ওই সংবাদপত্রের সম্পাদনা পরিষদ বর্ণ বৈষম্যমূলক উপাধি ব্যবহার করেছেন। যা চীনের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ক্রোধ ও নিন্দার কারণ হয়েছে।”

“দুঃখের বিষয় ওয়াল স্ট্রিট জার্নাল এ নিয়ে এখনও পর্যন্ত কিছুই করেনি। ক্ষমা চাওয়া বা জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়েও আমাদের জানানো হয়নি। এ কারণে আজ থেকে ওয়াল স্ট্রিট জার্নালের তিন সংবাদকর্মীর প্রেস কার্ড বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে,” যোগ করেন তিনি।

চীনের এমন সিদ্ধান্তের পর ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপ ওয়েন এবং ডেপুটি ব্যুরো প্রধান জোশ চিনকে পাঁচ দিনের মধ্যে চীন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Dhaka stares down the barrel of water

Once widely abundant, the freshwater for Dhaka-dwellers continues to deplete at a dramatic rate and threatens to disappear far below the ground.

1h ago