জার্মানিতে হামলায় নিহত বেড়ে ৯, সন্দেহভাজন বন্দুকধারীর মরদেহ উদ্ধার

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর হ্যানাওয়ের দুটি বারে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে নয়-এ দাঁড়িয়েছে। আহত রয়েছেন আরও চার জন। এ ছাড়া, সন্দেহভাজন বন্দুকধারীর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার জার্মান পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল হ্যানাওয়ের দুটি বারে বন্দুধারীরা হামলা চালালে আট জন প্রাণ হারান। আহত হন আরও পাঁচ জন। পরে আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়।
আজ সন্দেহভাজন বন্দুকধারীর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সেসময় আরও এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। তবে, হামলার সঙ্গে অপর ব্যক্তি জড়িত নয় বলে জানিয়েছে পুলিশ।
হামলার কারণ জানা যায়নি।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে হামলা চালাচ্ছে বিভিন্ন চরমপন্থি দলগুলো। এর আগে, ২০১৬ সালে বার্লিনে হামলায় ১২ জন প্রাণ হারিয়েছিলেন।
আরও পড়ুন:
Comments