খোলা আকাশের নিচে বৃদ্ধা জননী

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। রাতে প্রতিবেশীরা ঠাঁই দিলেও ষাটোর্ধ বৃদ্ধার দিন কাটছে খোলা আকাশের নিচে। রাতে অরক্ষিত পড়ে থাকে তার আসবাবপত্র।
Old woman logo
স্টার অনলাইন গ্রাফিক্স

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। রাতে প্রতিবেশীরা ঠাঁই দিলেও ষাটোর্ধ বৃদ্ধার দিন কাটছে খোলা আকাশের নিচে। রাতে অরক্ষিত পড়ে থাকে তার আসবাবপত্র।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, “বউয়ের কথায় ক্ষিপ্ত হয়ে ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।”

থানায় অভিযোগ করছেন না কেন— জানতে চাইলে তিনি বলেন, “পুলিশের কাছে গেলে ওরা ছেলেটাকে ধরে নিয়ে মারধর করবে। মা হিসেবে আমি তা সহ্য করতে পারব না। আমি ইউনিয়ন পরিষদে বিচার দিয়েছি। ছেলে পরিবার নিয়ে সুখে থাক, এটাই আমার প্রার্থনা। কিন্তু, এই বয়সে আমি কোথায় যাব? কে আমার দায়িত্ব নেবে?”

স্থানীয়রা জানিয়েছেন, কয়েক বছর আগে বৃদ্ধার স্বামীর মৃত্যু হয়। এরপর থেকে তিনি ছেলের সংসারে বসবাস করছেন। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। তারা মাঝে-মধ্যে মায়ের খোঁজ-খবর নেন। বাবার রেখে যাওয়া জমি ছেলে নিজের নামে লিখে নিয়েছে।

যোগাযোগ করা হলে প্রথমে অভিযুক্ত ছেলে কথা বলতে অস্বীকৃতি জানান। পরে তিনি বলেন, “মায়ের মুখের ভাষা ভালো না। বাড়ির পরিবেশ নষ্ট হচ্ছে, তাই মাকে বের করে দিয়েছি। তবে মাকে মারধর করার অভিযোগ সঠিক না।”

বড়খাতা ইউনিয়ন পরিষদের নারী সদস্য আমিজন নেছা বলেন, “বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। বৃদ্ধার সঙ্গে কথা হয়েছে। ছেলেকেও বুঝিয়েছি। মাকে ফিরিয়ে নিয়ে যেতে বলেছি। কিন্তু, তিনি শোনেননি। আমি ইউপি চেয়ার‌ম্যানকে তা জানিয়েছি।”

বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, “আজকালের মধ্যেই সালিশের মাধ্যমে এর সমস্যার সমাধান করা হবে।”

Comments