সাভারে ২৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সাভারের আশুলিয়ায় প্রায় ২ হাজার ৫০০ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া তিতাস গ্যাসের সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক (বিপণন) আবু সাদাৎ মো. সায়েম দ্য ডেইলি স্টারকে জানান, সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে দুই কিলোমিটার এলাকার প্রায় ২ হাজার ৫০০ আবাসিক বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ, চুলা ও রাইজার জব্দ করা হয়েছে, যোগ করেন তিনি।
তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে এবং এর সঙ্গে যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments