স্পিন খেলতে এখন জিম্বাবুয়েও পারদর্শী, দাবি রাজার

টেস্টে বাংলাদেশের প্রথম জয় থেকে শুরু করে ঘরের মাঠে জিম্বাবুয়ে বধের প্রতিটি গল্পই এসেছে টাইগার স্পিনারদের হাত ধরে। শনিবার থেকে শুরু হওয়া টেস্টেও হয়তো একই মূলমন্ত্র নিয়ে নামতে পারে মুমিনুল হকের দল। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের কাছ থেকেই শিখে স্পিন বল মোকাবেলায় অনেকটাই পারদর্শী হয়ে উঠেছে জিম্বাবুয়ে। এমনটাই দাবি করেছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার সিকান্দার রাজা।
ছবি: ফিরোজ আহমেদ

টেস্টে বাংলাদেশের প্রথম জয় থেকে শুরু করে ঘরের মাঠে জিম্বাবুয়ে বধের প্রতিটি গল্পই এসেছে টাইগার স্পিনারদের হাত ধরে। শনিবার থেকে শুরু হওয়া টেস্টেও হয়তো একই মূলমন্ত্র নিয়ে নামতে পারে মুমিনুল হকের দল। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের কাছ থেকেই শিখে স্পিন বল মোকাবেলায় অনেকটাই পারদর্শী হয়ে উঠেছে জিম্বাবুয়ে। এমনটাই দাবি করেছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার সিকান্দার রাজা।

আর নিজের করা দাবির পক্ষে জোরালো উদাহরণও দিয়েছেন রাজা। সবশেষ সফরের সিলেট টেস্টের কথা মনে করিয়ে দিয়ে বললেন, 'স্পিনাররা আমাদের বিপক্ষে সবসময়ই ভালো করেছে। বাংলাদেশে নিয়মিত আসার কারণে আমরা বাংলাদেশি ক্রিকেটার থেকে শিখছি। আপনি যতোই বলেন স্পিনাররা আমাদের বিপক্ষে অনেক উইকেট নিচ্ছে, আমরাও সময়ের সঙ্গে স্পিনের বিপক্ষে রান করা শুরু করেছি। আমরা গতবার যেই ম্যাচটা জিতেছি, সেটাই আদর্শ উদাহরণ।'

এছাড়া সাম্প্রতিক সময়েও ভালো ক্রিকেট খেলছে জিম্বাবুয়ে। শ্রীলঙ্কায় সবশেষ সফরে হয়তো সিরিজ হেরেছে তারা, কিন্তু লড়াই করেছে সমান তালে। প্রথম টেস্ট প্রায় ড্র করে ফেলেছিল দলটি। আর দ্বিতীয় টেস্টে তো জয়ের পথেই ছিল। যদিও শেষ পর্যন্ত ড্র হয়েছে সে টেস্ট। তাই সবমিলিয়ে বেশ ছন্দেও রয়েছে দলটি। রাজার ভাষায়, 'শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা ভালো কেটেছে আমাদের। ওরা হয়তো প্রথম টেস্ট জিতেছে। কিন্তু ম্যাচটা সহজেই ড্র হতে পারতো। আর দ্বিতীয় টেস্ট কাগজে কলমে ড্র হলেও আমরা জয়ের খুব কাছে ছিলাম। আমরা আত্মবিশ্বাস নিচ্ছি শ্রীলঙ্কা সিরিজ থেকে। খুব দ্রুতই আরেকটি টেস্ট খেলায় আমাদের সুবিধা হবে।'

বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন করতে আসে জিম্বাবুয়ে। সেখানে অধিকাংশ সময় স্পিন বল নিয়েই কাজ করতে দেখা গিয়েছে জিম্বাবুইয়ানদের। আর নিজেদের প্রস্তুতিতে সন্তুষ্ট রাজা। এমন প্রস্তুতি নেওয়ায় স্পিনারদের বিপক্ষে দলের কেউ স্নায়ুচাপে ভুগবেন না বলে জানান তিনি, 'যে ভাবে প্রস্তুতি নিচ্ছি আমরা, কোন স্নায়ুর চাপ থাকার কথা না। মানসিকতার দিক থেকে আমরা উন্নতি করেছি। আমরা এখন আগে থেকে আরও শক্তিশালী।'

Comments

The Daily Star  | English

Age limit for govt job entry: 35yrs for men, 37 for women

A government committee has recommended raising the maximum age for applying for public service jobs to 35 years for men and 37 years for women.

7h ago