নারায়ণগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে র্যাব। আজ শুক্রবার ভোররাতে উপজেলার কালনী এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে (ঢাকা বাইপাস) বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাব সিপিসি-৩ এর ক্যাম্প কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী দ্য ডেইলি স্টারকে বলেন, “নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর। সকাল ১০টায় মরদেহের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে একটি প্রাইভেটকার গাজীপুরের দিকে যাচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে এশিয়ান হাইওয়ের কালনী এলাকায় র্যাব-১ এর একটি চেকপোস্ট বাসানো হয়। সাড়ে ৩টার দিকে একটি প্রাইভেটকার চালককে গাড়ি থামাতে সিগনাল দেওয়া হয়। চালক গাড়ি না থামিয়ে প্রাইভেটকারের ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টাগুলি চালায়। এক পর্যায়ে প্রাইভেটকার থেকে দু’তিনজন পালানোর চেষ্টা করেন। কাছাকাছি গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পাওয়া যায়। তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি, ২৯৬ বোতল ফেনসিডিল, ৫ কেজি গাঁজা ও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে বলে জানান আব্দুল্লাহ আল মেহেদী।
Comments