কুড়িগ্রাম সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আটক বাংলাদেশি নাগরিক নূরনবী ইসলামকে (৩৩) ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আজ শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশ লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম তৌহিদ-উল-আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নূরনবীকে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক হয়। বিজিবি’র পক্ষ থেকে বালারহাট কোম্পানি সদর দপ্তরের কমান্ডার ওবায়দুর রহমান এবং বিএসএফ’র পক্ষে করলা কোম্পানি সদর দপ্তরের কমান্ডার অশোক কুমার বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে বিকালে নূরনবীকে তারা ফিরিয়ে দেয়। এরপর বিজিবি তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব কুমার রায় বলেন, আইনি প্রক্রিয়া শেষে রাতেই নূরনবীকে তার পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।
এলাকাবাসী জানান, নূরনবীর বাড়ি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোঁচাবাড়ী গ্রামে। তার বাবার নাম মকবুল হোসেন। তিনি ভারতের দিল্লির একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন। গতকাল ভোরে দেশে ফেরার সময় কোচবিহার জেলার দিনহাটা থানার করলা ক্যাম্পের ৩৮ বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
Comments