করোনাভাইরাস: মৃত্যু ২৩৬০, আক্রান্তের সংখ্যা চীনে কমছে, বাড়ছে দ. কোরিয়ায়
চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করলেও বাড়ছে দক্ষিণ কোরিয়ায়। চীনসহ অন্যান্য দেশ মিলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৬০ জনে।
চীন দাবি করছে, দেশটিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমছে। তবে বাড়ছে দক্ষিণ কোরিয়ায়। সেখানে বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণের চেয়েও বেড়ে ৩৪৬ জনে দাঁড়িয়েছে।
চীনের সরকারি হিসাব অনুযায়ী, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশটিতে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৩৪৫ জন। আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ২৮৮ জন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের বাইরে অন্যান্য দেশে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৫ জন।
আজ শনিবার চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০৯ জন। এদের মধ্যে ১০৬ জনই হুবেই প্রদেশের। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৩৯৭ জন। এর আগের দিন নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৮৮৯ জন।
কমিশন আরও জানিয়েছে, সুস্থ হয়ে যাওয়ায় গতকাল হাসপাতাল থেকে ২ হাজার ৩৯৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ২০ হাজার ৬৫৯ জনে দাঁড়িয়েছে।
চীনের পরে ভাইরাসটিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন জাপানের নাগরিকেরা। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭২৭ জন। মারা গেছেন তিন জন।
ইতালিতে প্রথম মৃত্যু
ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ইতালির উত্তঞ্চলীয় পাদুয়া শহরে একজন মারা গেছেন।
দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত ১৫ জনকে শনাক্ত করা হয়েছে।
প্রাদুর্ভাব বাড়ছে দক্ষিণ কোরিয়ায়
বিগত কয়েকদিনে দক্ষিণ কোরিয়ায় বেড়েছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব। বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণের চেয়েও বেড়ে ৩৪৬ জনে দাঁড়িয়েছে। এর আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ১৫৬। মারা গেছেন দুই জন।
Comments